জেলার গজারিয়া থানার ওসি ইকবাল হোসেন জানান, শুক্রবার সকালে চরবলাকি গ্রামের কাছে মেঘনা নদীতে ইন্দ্রজিৎ দাস (৩৫) নামে এই ব্যক্তি
মারা যান।
নিহত ইন্দ্রজিৎ হবিগঞ্জের লাখাই
উপজেলার মুড়াকুড়ি গ্রামের শ্রীচরণ দাসের ছেলে।
এ ঘটনায় পুলিশ একজনকে
আটক করেছে। আটক পিন্টু দাস (৪২) ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরের ঝন্টু দাসের ছেলে।
ওসি ইকবাল প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, মেঘনা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যান ইন্দ্রজিৎ ও পিন্টু। তাদের মধ্যে জাল ফেলার জায়গা নিয়ে কাটাকাটি হয়। তারা দুইজন দুই নৌকায় ছিলেন। কথা কাটাকাটির একপর্যায়ে পিন্টু বৈঠা দিয়ে ইন্দ্রজিতের মাথায় আঘাত করেন। ইন্দ্রজিৎ নদীতে পড়ে ডুবে যান।
এ সময় স্থানীয়রা পিন্টুকে আটক করে পুলিশে খবর দেয় বলে জানান ওসি ইকবাল।
ওসি ইকবাল বলেন, দুপুরে ডুবুরিরা মেঘনা
নদী থেকে ইন্দ্রজিতের লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে গজারিয়া থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।