ক্যাটাগরি

‘স্থবির বিশ্ব যেন এক দুঃস্বপ্ন’

কভিড-১৯ মহামারী আকার ধারণ করায় বিশ্বের প্রায় সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। চলছে না দলগত অনুশীলনও। ভিদালের ক্লাব বার্সেলোনার সব খেলোয়াড়ও বেশ কিছুদিন ধরে নিজ বাড়িতে অবস্থান করছেন, নিজ দায়িত্বে তারা চালিয়ে যাচ্ছেন অনুশীলন।

দিনের পর দিন এমন বন্দি জীবনে থাকার কারণেও বিষণ্নতা পেয়ে বসেছে ভিদালকে। নিজ দেশের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কোনো রাখঢাক না করে নিজের দুশ্চিন্তার কথা জানান ভিদাল।

“প্রতিদিন ঘরে বসে থাকা, সারা বিশ্বে মানুষের মৃত্যু দেখা-ভয়ানক ব্যাপার। ধীরে ধীরে আমি চিন্তিত হয়ে পড়ছি। আমার মনে হচ্ছে যেন, আমি একটা দুঃস্বপ্নের মধ্যে আছি, যা খারাপ থেকে আরও খারাপ হচ্ছে।”

“সবকিছু নিয়ে আমার খুব খারাপ লাগছে। কারণ কেউ জানে না, এসব কবে শেষ হবে। এমন কিছু হতে পারে, কখনও ভাবিনি।”

কঠিন এই সময়ে একে অপরের পাশে থাকার খুব প্রয়োজন দেখছেন ভিদাল। আর এই উদ্দেশে নিজ দেশে রেড ক্রসের জন্য তহবিল সংগ্রহ করতে জাতীয় দল সতীর্থ গারি মেদেলের সঙ্গে ক্যাম্পেইনে নেমেছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।