ক্যাটাগরি

করোনাভাইরাস: আকরাম-গফের স্বাক্ষরিত ব্যাট-বল নিলামে

কভিড-১৯ রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তহবিল সংগ্রহ করছে ‘সেন্টার ফর ডিজাস্টার ফিলানথ্রপি’ কোম্পানি। আকরাম ও গফের দেওয়া উপকরণ এদের মাধ্যমেই নিলামে তোলা হবে।

টেস্ট ও ওয়ানডে সংস্করণে পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারি আকরাম তার স্বাক্ষরিত একটি বল ও ব্যাট দেওয়ার অঙ্গীকার করেছেন। স্বাক্ষর করা একটি বল দিবেন ওয়ানডেতে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি গফ।

ছবি: ইসিবি

ছবি: ইসিবি

শুধু ক্রিকেটার নয়, বিভিন্ন ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড় এই তহবিল সংগ্রহে ভূমিকা রাখছেন।

দুর্যোগের এই সময় আগেই এগিয়ে এসেছেন ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার জস বাটলার ও স্যাম কারান। বিশ্বকাপ শিরোপা জেতা জার্সি নিলামে তুলেছেন কিপার-ব্যাটসম্যান বাটলার। ত্রাণ সংগ্রহে প্রচারণা চালাচ্ছেন কারান।

জাতীয় স্বাস্থ্য সংস্থার (এনএইচএস) কর্মীদের জন্য ফ্রি মুরগির ব্যবস্থা করেছেন আরেক ইংলিশ ক্রিকেটার রবি বোপাররা। আর কঠিন এ সময়ে যারা চাকরি হারিয়েছেন, তাদের জন্য লাহোরে নিজের রেস্তোরাঁ থেকে বিনামূল্যে খাবার দিচ্ছেন আম্পায়ার আলিম দার।