নব্বইয়ের দশকের শুরুতে ডাচ কিংবদন্তি ও তখনকার কোচ ইয়োহান ক্রুইফের সময়ে বার্সেলোনার বিখ্যাত ‘ড্রিম টিম’ এর সদস্য ছিলেন কার্লোস। স্পেনের এক সংবাদমাধ্যমকে তিনি কভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার কথা বৃহস্পতিবার জানান।
“আমি ভালো অনুভব করছি। কিছুদিন ধরে আমার জ্বর ও পেশির ব্যথা ছিল। তবে এখন কেবল খাবারের স্বাদ বুঝতে পারছি না। আমি ওয়াইনের স্বাদ নিতে পারছি না। খাবারের স্বাদ বুঝতে না পারা সবচেয়ে অস্বস্তিকর ব্যাপার।”
“আমি স্বাভাবিক জীবনযাপন করছি এবং ডাক্তারদের নির্দেশনা মেনে চলছি।”
১৯৯১ থেকে ১৯৯৪ পর্যন্ত বার্সেলোনার হয়ে ৫৫ ম্যাচ খেলেছেন কার্লোস। এছাড়া রিয়াল ভায়াদলিদ, আতলেতিকো মাদ্রিদ, ভালেন্সিয়ার জার্সিতেও মাঠে নেমেছেন এই স্প্যানিয়ার্ড।