ক্যাটাগরি

করোনাভাইরাস: সীতাকুণ্ডে ২ নারীর জ্বর-শ্বাসকষ্ট, নমুনা বিআইটিআইডিতে

কুমিরা ও সোনাইছড়ি ইউনিয়নের বাসিন্দা
ওই দুই নারীর নভেল করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করা হবে বলে উপজেলা স্বাস্থ্য
কর্মকর্তা মো.নুরউদ্দিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,
বুধবার কুমিরা ইউনিয়নে জ্বর-সর্দি-কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৭ বছর বয়সী এক তরুণীর
মৃত্যু হয়। একই ধরনের উপসর্গ থাকায় তার ২০ বছর বয়সী ভাবীর রক্তের নমুনা সংগ্রহ করা
হয়।

মৃত তরুণীর দাফন হয়ে যাওয়ায় তার নমুনা
সংগ্রহ করা যায়নি বলে জানান টি নুরউদ্দিন।

এদিকে সোনাইছড়ি ইউনিয়নে জ্বর, সর্দি
ও শ্বাস কষ্ট থাকায় ২২ বছর বয়সী এক গৃহবধূর রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান
তিনি।

তাদের রক্তের নমুনা পরীক্ষার জন্য ফৌজদারহাটের
বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি)পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, তাদের
পরিবারের কেউ বিদেশ থেকে আসেনি কিংবা তারাও কোনো বিদেশির সংস্পর্শে আসেননি বলে জানিয়েছেন।

এই দুই নারীর পরিবারকে হোম কোয়ারেন্টিনে
থাকতে বলা হয়েছে বলে তিনি জানান।