ক্যাটাগরি

জমির বিরোধ, পটুয়াখালীতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

শুক্রবার
সকাল
৮টার
দিকে
সদর
উপজেলার
বড়
বিঘাই
ইউনিয়নের

নম্বর ওয়ার্ডের বিঘাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসান প্যাদা (২৫) ওই এলাকার ফরিদ প্যাদার ছেলে।  

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

পটুয়াখালী
সদর
থানার
এসআই
সাধন
চন্দ্র
পাল
বিডিনিউজ
টোযেন্টিফোর
ডটকমকে
বলেন, বড় বিঘাই গ্রামের একখণ্ড জমি নিয়ে ফরিদ প্যাদা গংদের সঙ্গে লেদু গাজী গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

“সকালে
ওই জমির সীমানায় মাটির কাজ করতে যায় লেদু গাজীর ছেলে আজগর, জালাল, সুজন ও শাহীন। খবর পেয়ে ফরিদ প্যাদা ও তার ছেলে হাসান গিয়ে তাদের বাঁধা
দেয়।

সময়
লেদুর ছেলেরা একত্রিত হয়ে হাসানের উপর হামলা করে তাকে পিটিয়ে আহত করে। এ সময় হাসানের বাবও তাদের হামলায় আহত হন।

“পরে এলাকাবাসী ঘটনাস্থলে এসে উদ্ধার করার আগেই হাসান মারা যান।”

এসআই বলেন, হাসান প্যাদার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ।