হলিউডের ছবি মুক্তির পেছানোর তালিকায় যুক্ত হল ১৯৮৬ সালে সুপার হিট ছবি ‘টপ গান’ এর পরের ছবি ‘টপ গান: ম্যাভরিক’।
প্রযোজনা সংস্থার উদ্ধৃতি দিয়ে সিএনন জানায়, ২৪ জুনের পরিবর্তে প্যারামাউন্ট পিকচার্সের এই ছবি মুক্তির সম্ভাব্য তারিখ রাখা হয়েছে ২৩ ডিসেম্বর।
করোনাভাইরাসের মহামারীতে বিশ্বব্যাপি বক্স অফিসে যে অসাড়তা দেখা দিয়েছে তা কবে কাটবে কেউ বলতে পারছে না।
যুক্তরাষ্ট্রের ‘এক্সিবিটর রিলেশন্স’য়ের বিনোদন চলচ্চিত্রের জ্যেষ্ঠ বিশ্লেষক জেফ বক মনে করেন, অপূরণীয় ক্ষতির মাধ্যমে চলচ্চিত্রের সুদিন ফিরবে।
প্রতিবেদনে তিনি বলেন, “কেউ ঠিক মতো বলতে পারবে না এই পরিস্থিতি কত দিন চলবে। আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর সিনেমা হলগুলো খুললেও সেখানে দর্শক যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে কিনা সেটাও বলা যায় না।”
“কারণ একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ের জন্য বহু অপরিচিত মানুষের মাঝে থাকার যে অস্বস্তি সেটা কাটতেও সময় লাগবে।”
তারপরও তিনি মনে করেন, ‘ব্লকবাস্টার’ ছবির ক্ষেত্রে হয়ত সুদিন ফিরবে একটু তাড়াতাড়ি।
ছবি মুক্তির তারিখ পেছানোর মিছিলে প্রথম দিকে যুক্ত হয় ডিজনির ‘মুলান’ এবং জেমস বন্ডের ‘নো টাইম টু ডাই’। ‘মুলান’ মুক্তির তারিখ ঠিক করা না হলেও ‘নো টাইম টু ডাই’ মুক্তির সম্ভাব্য তারিখ রাখা হয়েছে নভেম্বরে।
মার্ভেল স্টুডিওর ‘ব্ল্যাক উইডো’র মুক্তির তারিখ এখনও ঠিক হয়নি। অন্যদিকে ‘ওয়ান্ডার উইম্যান ১৯৮৪’র মুক্তির মাস জুন থেকে পিছিয়ে অগাস্টে নেওয়া হয়েছে।
ইউনিভার্সেল স্টুডিওর ‘এফ৯’ এবং সনি পিকচার্সের ‘ঘোস্টবাস্টার: আফ্টার লাইফ’- দুটো ছবিই মুক্তি দেওয়া হবে সামনের বছর।
মার্ভেল স্টুডিও’র আরেক ছবি ‘ইটারনাল্স’ এখনও নভেম্বরে মুক্তির কথা রয়েছে। তবে অবস্থার পরিবর্তন না হলে সেটাও পেছাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।
ছবি: প্যারামাউন্ট পিকচার্স থেকে।