ক্যাটাগরি

নাসিরনগরের ‘সাড়ে ৪ হাজার মানুষকে’ ত্রাণ বিতরণ

বৃহস্পতিবার
দুপুরে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে এ ত্রাণ প্রত্যেক বাড়িতে পৌঁছে
দেওয়ার ব্যবস্থা করেন ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।

ফরহাদ
হোসেন সংগ্রাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার সংসদীয় এলাকায় কোনো দরিদ্র
মানুষকে অনাহারে থাকতে দেওয়া হবে না।”

নাসিরনগরের
প্রতিটি ইউনিয়নের ৩৬০ জন দরিদ্র দিন মজুরের জন্যে ১০ কেজি চাল, আধা কেজি তেল, আধা
কেজি ডাল ও সাবান দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সেই
হিসেবে দিনমজুরের পরিবারের জন্যে ১৩টি ইউনিয়নের সাড়ে চার হাজারের বেশি মানুষকে খাদ্য
সামগ্রী দিলেন তিনি।

দুর্যোগ
ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া এসব খাদ্যসামগ্রী প্রকৃত দরিদ্রদের
মাঝে বিতরণ করা হয়েছে তিনি জানান।

প্রথমে
ধরমন্ডল ইউনিয়ন দিয়ে শুরু করে একে একে  ১৩টি ইউনিয়নে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। এ সময়
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।