চীনে করোনাভাইরাসের কারণে এক মাস কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছে ফক্সকন। তবে ইতোমধ্যেই উৎপাদন স্বাভাবিক অবস্থায় এসেছে বলে দাবি প্রতিষ্ঠানটির– খবর আইএএনএস-এর।
নতুন রঙ এবং পর্দার মাপে আইফোন ১২ বাজারে আসবে বলে গুজব শোনা যাচ্ছে। পাশাপাশি ডিভাইসটিতে ৫জি সমর্থনও আশা করা হচ্ছে।
ফক্সকনের বিনিয়োগকারী সম্পর্ক বিভাগের প্রধান অ্যালেক্স ইয়াং বলেন, হারিয়ে যাওয়া সময় পুষিয়ে নিতে অ্যাপলের প্রোকৌশলীদের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।
ইয়াং এমন শঙ্কার কথাও জানিয়েছেন যে, “সামনের কয়েক সপ্তাহ বা মাসে আরও বিলম্ব হলে হয়তো উন্মোচনের তারিখ নিয়ে পুনরায় ভাবতে হবে। এটা এখনও হতে পারে।”
সম্প্রতি মর্গান স্ট্যানলির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের শেষে ৫জি আইফোন উন্মোচনের মাধ্যমে ২০২১ অর্থবছরে আইফোনের বিক্রি বাড়বে।
ধারণা করা হচ্ছে, তিনটি মাপে বাজারে আনা হবে ওলেড পর্দার আইফোন ১২। ৫.৪ ইঞ্চি, ৬.১ ইঞ্চি এবং ৬.৭ ইঞ্চি। এর মধ্যে ৬.১ ইঞ্চি আইফোন ১২-এর দু’টি মডেল উন্মোচন করবে অ্যাপল।