
প্রতীকী ছবি
উপজেলার সোন্দলপুর ইউনিয়নের কবিরহাট-সোনাপুর সড়কের পাশ থেকে শুক্রবার ভোরে লাশটি উদ্ধার করা হয় বলে কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান জানান।
নিহতের বয়স ৩২ বছর বলে পুলিশ ধারণা করলেও তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।
ওসি বলেন, স্থানীয়রা মিয়া বাড়ি এলাকার সড়কের পাশে কম্বল প্যাঁচানো একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
“নিহতের ঘাড় ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। তার পা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ট্রাক বা কভার্ডভ্যান থেকে ফেলে দিয়ে গেছে।”
ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।