ক্যাটাগরি

বাগেরহাটে পুলিশ কনস্টেবলকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি

২২ বছর বয়সী এই কনস্টেবল
বাগেরহাট পুলিশ লাইন্সে কর্মরত। বৃহস্পতিবার বিকেলে ভর্তির পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগ গবেষণা ও রোগ নির্ণয় কেন্দ্রে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, জ্বর-কাশি নিয়ে
ভর্তি হওয়া এই কনস্টেবলকে বাড়তি সতর্কতা হিসেবে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

“তিনি এখন সুস্থ রয়েছেন। তবু আমরা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠিয়েছি।”

এই নিয়ে বাগেরহাট সদর ও শরণখোলা
উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পাঁচজনকে আইসোলেশনে নেওয়া হয়। তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠান
স্বাস্থ্য কর্মকর্তারা। এখন পর্যন্ত পরীক্ষায়
তাদের কারও শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মেলেনি বলে জানান সিভিল সার্জন।