উপজেলার বল্লী ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বাড়িতে বৃহস্পতিবার রাতে ২০ বছর বয়সী ওই তরুণের মৃত্যু হয়। সে স্থানীয় একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
ছেলেটির মা বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, গত পাঁচদিন ধরে তার ছেলে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল। জ্বরে দুর্বল হয়ে পড়ায় সে তেমন খাওয়া দাওয়াও করতে পারছিল না। পরে স্থানীয় এক গ্রাম্য ডাক্তারের পরামর্শ নিয়ে ছেলেকে ওষুধ খাওয়ানো হয়।
“পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে ছেলের মৃত্যু আগে তার মুখ দিয়ে রক্তও বের হয়।”
বল্লী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইরাদ আলী জানান, ছেলেটি ৫/৬ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল।
তার মৃত্যুর খবরে এলাকায় করোনাভাইরাসের আতঙ্ক বিরাজ করছে।
তিনি বলেন, “ওই বাড়ির আশেপাশেও এখন কেউ আসছে না। ছেলেটির পরিবারের সদস্যরাও মরদেহ থেকে কিছুটা দূরে অবস্থান করছে। স্থানীয় গ্রাম পুলিশ দিয়ে বাড়িটি পাহারায় রাখা হয়েছে।”
সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন শওকত জানান, ছেলেটির নমুনা সংগ্রহ করা হয়েছে। আইইডিসিআরে যোগাযোগ করে পরীক্ষার জন্য তা ঢাকায় পাঠানো হবে।