এনিয়ে চট্টগ্রামে দুজন রোগী ধরা পড়লেন। এর আগে যার দেহে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছিল, নতুন রোগী তারই ছেলে।
রোববার নভেল করোনাভাইরাস সন্দেহে ২৩ জনের নমুনা পরীক্ষা হয় ফৌজদারহাটের বিআইটিআইডিতে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজনের নমুনা পরীক্ষায় ফল পজিটিভ এসেছে।
“তিনি চট্টগ্রামে প্রথম আক্রান্ত বৃদ্ধের পুত্র। ওই ব্যক্তি দামপাড়ার বাসায় থাকলেও তার বাবা চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।”
সিভিল সার্জন জানান, ওই পরিবারের আরও দুজনের নমুনা পরীক্ষা করলেও ফল নেগেটিভ এসেছে।
এ নিয়ে ফৌজদারহাট থেকে ১৪৪ জনের নমুনা পরীক্ষা করা হল।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে পাঁচজন রোগী ভর্তি আছেন বলে জানান তিনি।
সিভিল সার্জন কার্যালয়ের হিসেবে, চট্টগ্রামে হোম কোয়োরেন্টাইনে আছেন ১৪০ ব্যক্তি।