ক্যাটাগরি

ফিরলেন যুক্তরাষ্ট্রের আরও ৩২২ নাগরিক

রোববার
সন্ধ্যায় উড়োজাহাজটি ঢাকা ছাড়ে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)
জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জানিয়েছেন।

তিনি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি
বিশেষ ফ্লাইটে ৩২২ জন মার্কিন নাগরিক ও ২টি কুকুর ও একটি পোষা বিড়াল যুক্তরাষ্ট্রের
উদ্দেশে যাত্রা করে।”

বাংলাদেশে
থাকা নাগরিকদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরাতে উদ্যোগের কথা গত সপ্তাহে জানিয়েছিল
ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

গত
সোমবার কাতার এয়ারওয়েজের আরেকটি বিশেষ ফ্লাইটে ২৬৯ জন যুক্তরাষ্ট্রের নাগরিক তাদের
৯টি পোষা কুকুর নিয়ে বাংলাদেশ ছেড়েছিল।   

বৃহস্পতিবার
বাংলাদেশে অবস্থানরত ৩২৬ জন জাপানি নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ
ফ্লাইটে নিজেদের দেশে ফেরেন।    

তার
আগে মালয়েশিয়া থেকে আসা একটি এয়ারক্রাফটে সে দেশের ২২৫ জন নাগরিক এবং ভুটান
সরকারের ব্যবস্থাপনায় একইভাবে তাদের দেশের ১৩৯ জন ফিরে যান। 

বাংলাদেশের
সঙ্গে এখন চীন বাদে অন্য সব দেশের ফ্লাইট চলাচলই বন্ধ রয়েছে।