ক্যাটাগরি

মৌলভীবাজারে সেই মৃত যুবক আক্রান্ত ছিলেন

রোববার রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে জ্বর-সর্দি নিয়ে মারা
যাওয়া ব্যবসায়ীর  নমুনা পরীক্ষা করে ‘পজেটিভ’
ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছেন রাজনগর থানা ওসি আবুল হাসেম।

তিনি জানান, রাত ৯টার দিকে সিভিল সার্জন অফিস থেকে এ খবর পাওয়ার পর তারা
মৃতের গ্রাম আকুয়া এবং ভাঙ্গার হাটে তার দোকানসহ আশপাশের কিছু এলাকা লকডাউন করেছেন।


মৌলভীবাজারে জ্বরে মৃত্যু, নমুনা ঢাকায়, বাড়ি লকডাউন
 

এদিকে, এই মৃতের করোনাভাইরাস শনাক্তের কথা জানিয়ে জেলার সিভিল সার্জন ডা.
তাওহীদ আহমদ চৌধুরী বলেন, রোববার নতুন করে আরো ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।