ক্যাটাগরি

সিরাজগঞ্জে চাল মজুদ করায় আ. লীগ নেতাকে দণ্ড

রোববার দুপুরে শাহজাদপুর
উপজেলার নরিনা ইউনিয়ন আওয়ামী লীগের ওই নেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ফজলুল হক নরিনা
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী
শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন জানান, এই করোনাভাইরাসের সঙ্কট
পরিস্থিতির মধ্যে অতিরিক্ত মুনাফার আশায় অবৈধভাবে চাল মজুদ রাখার দায়ে ফজলুল হককে অত্যাবশকীয়
পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর (৬) ধারায় এ জরিমানা করা হয়েছে।

“তিনি প্রায় পাঁচ টন চাল
মজুদ করেছেন।”

বিশ্বব্যাপী মহামারী আকারে
ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রকোপ দেশে প্রতিরোধের জন্য সরকার জনগণকে ঘরে থাকার নির্দেশ
দিয়ে গত ২৬ মার্চ থেকে ওষুধ ও খাবারের মত প্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ করে দেয়। এছাড়া আতঙ্কিত
মানুষরা বেশি বেশি কেনাকাটা করায় বাজারে জিনিসের দাম বেড়ে যায়।

প্রায় অচল হয়ে পড়ায় দেশের
সব জায়গায় সরকারসহ মানবিক মানুষজন খেটে খাওয়া দরিদ্র মানুষদের খাদ্য সামগ্রী ত্রাণ
হিসেবে বিতরণ করছে। এমন পরিস্থিতিতে এই আওয়ামী লীগ নেতাকে চাল মজুদের জন্য দণ্ডিত করা
হল।