ক্যাটাগরি

অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন, ৭ জনকে জরিমানা র‌্যাবের

সোমবার
সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুরের টোলারবাগ এবং টেকনিক্যাল মোড় এলাকায় র‌্যাব-৪ এর
পুলিশ সুপার মো. শাহাব উদ্দীনের নেতৃত্বে
এই অভিযান চালানো হয়।

নির্বাহী
ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন বলে র‌্যাবের জ্যেষ্ঠ
সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম জানিয়েছেন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ‘লকডাউন’র মধ্যে বাইরে বের হওয়ায় যথাযথ কারণ না দেখাতে পারায় জরিমানা করা হচ্ছে। ছবি: আসিফ মাহমুদ অভি

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ‘লকডাউন’র মধ্যে বাইরে বের হওয়ায় যথাযথ কারণ না দেখাতে পারায় জরিমানা করা হচ্ছে। ছবি: আসিফ মাহমুদ অভি

তিনি বলেন, “এই সাতজন কোনো কারণ ছাড়াই রাস্তায় বের হয়েছিলেন। এর মধ্যে একটি অ্যাম্বুলেন্সে করে তিনজন যাত্রীকে
বহন করা হচ্ছিল।

“অ্যাম্বুলেন্সে থাকা যাত্রীরা হাসপাতালে, ডাক্তারের
কাছে যাচ্ছেন বললেও কোন হাসপাতাল বা ডাক্তারের কাছে যাচ্ছেন তার উত্তর বা প্রমাণ দিতে পারেননি।”

জরিমানার
টাকা তাৎক্ষণিক আদায় করে তাদের সতর্ক করে দেওয়া হয় বলে  র‌্যাব কর্মকর্তা সাজেদুল জানান।

নভেল করোনাভাইরাস সংক্রমণ থেকে নিজেকে রক্ষায় সবাইকে
ঘরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মঙ্গলবারও একই ধরনের অভিযান চালান হবে।