বিশ্বের অধিকাংশ দেশের মত জার্মানিতেও প্রায় এক মাস ধরে সব ধরনের খেলাধুলা স্থগিত হয়ে আছে। সোমবার থেকে বুন্ডেসলিগার ক্লাবগুলোকে অনুশীলনে ফেরার সুযোগ দেওয়া হলেও খেলার ওপর স্থগিতাদেশ কমপক্ষে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে জার্মান ফুটবল লিগ (ডিএফএল) কর্তৃপক্ষ।
ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করার পরিকল্পনার কথা এক বিবৃতিতে জানায় বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। সবকিছু স্বাস্থ্যবিধি মেনে করা হচ্ছে জানিয়ে সমর্থকদের অনুশীলন ক্যাম্পে আসতে নিষেধ করা হয়।
“অবশ্যই অনুশীলন জনসাধারণের জন্য বন্ধ থাকবে। বায়ার্ন তাদের সমর্থকদের নিয়ম মানা অব্যাহত রাখতে ও দলের অনুশীলন কেন্দ্রে না আসার অনুরোধ করছে।”
জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত এক লাখের ওপরে, মারা গেছেন প্রায় ১৬০০ জন।