তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাখী দাশ পুরকায়স্থ সোমবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাখী দাশের স্বামী পঙ্কজ ভট্টাচার্য বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের নেতা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, “প্রধানমন্ত্রী রাখী দাশ পুরকায়স্থর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।”
সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থর মৃত্যুতে শোক জানিয়েছে মহিলা পরিষদ।
এক শোকবার্তায় মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু মহিলা পরিষদের তৃণমূলে সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে রাখী দাশের অগ্রণী ভূমিকা স্মরণ করেন।
ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে রাজনীতিতে আসা রাখী দাশ আইনজীবী ছিলেন।