ক্যাটাগরি

পোষা পাখি ও প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রীর

মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম। ফাইল ছবি

মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম করোনা পরিস্থিতিতে পোষা পাখি ও প্রাণীর প্রতি কোনো ধরনের নিষ্ঠুর আচরণ না করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন।

আজ সোমবার দুপুরে রাজধানীর কাঁটাবনে ফিশ ও পেট এনিমেল মার্কেট পরিদর্শনে গিয়ে উপস্থিত দোকান মালিকদের উদ্দেশে তিনি এই আহবান জানান। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

রেজাউল করিম দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে বলেন, করোনা পরিস্থিতিতে পোষা পাখি ও প্রাণীদের পর্যাপ্ত খাবার দেয়া এবং তাদের শ্বাস-প্রশ্বাস গ্রহণে প্রয়োজনীয় আলো-বাতাসের ব্যবস্থা করতে হবে।

তিনি পোষা পাখি ও প্রাণীদের প্রতি কোনভাবেই নিষ্ঠুর আচরণ না করার জন্য দোকান মালিকদের প্রতি আহবান জানান ও কিছু নির্দেশনা দেন। এ ব্যাপারে মন্ত্রী নজর রাখার জন্য প্রশাসনকে কিছু নিদের্শনা প্রদান করেন। বাসস

ইত্তেফাক/কেকে