সোমবার রাত ১০টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম
নগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত
চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় জরুরি সেবা, চিকিৎসা, ভোগ্যপণ্য ও আমদানি-রপ্তানি পণ্যবাহী
যানবাহন ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কেউ নগরীতে প্রবেশ ও নগরী থেকে বের হতে পারবে না।”
সিএমপি কমিশনার মাহবুব বলেন, “প্রতিদিন নগরীতে অনেক লোক প্রবেশ করে ও নগরী
থেকে বের হয়। এটি বর্তমান সময়ে খুবই ঝুঁকিপূর্ণ। করোনা সংক্রমণের ঝুঁকিরোধে এই নির্দেশনা
জারি করা হয়েছে।”
নির্দেশনা কার্যকর করতে ইতোমধ্যে নগরীর বিভিন্ন প্রবেশপথে ও অভ্যন্তরীণ
রুটে চেক পোস্ট স্থাপন করা হয়েছে বলেও জানান সিএমপি কমিশনার।
চট্টগ্রাম নগরীর সাথে বিভিন্ন উপজেলার প্রবেশপথ হচ্ছে শাহ আমানত সেতু,
কালুরঘাট সেতু, কাপ্তাই রাস্তার মাথা, সিটি গেইট ও অক্সিজেন।
এর আগে রোববার রাতে নগরীতে সন্ধ্যার পর ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান
বন্ধ করার নির্দেশনা দেন সিএমপি কমিশনার।