ক্যাটাগরি

জয়পুরহাটে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে যুবকের মৃত্যু

সোমবার
বিকাল পৌনে ৩টায় জয়পুরহটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের বিন্নিপাড়া গামে তার
বাড়িতে মারা যান তিনি।

স্থানীয়দের
উদ্ধৃত করে আওলাই ইউপি চেয়ারমান আব্দুর রাজ্জাক জানান, দরিদ্র এ যুবক বেশ কিছু আগে
থেকে ঢাকা ও চট্টগ্রামে কখনো রিকশা চালাতেন আবার কখনো দিনমজুরের কাজ করতেন।

“দীর্ঘ
দিন ধরে তিনি হাঁপানী ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। গত মাস দুয়েক আগে ছানাউল বাড়ি ফেরেন।
এরপর কিছু দিন সুস্থ থাকলেও গত ৩/৪ দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভোগার পর
মারা যান।”


ব্যাপারে জয়পুরহাট পুলিশ সুপার সালাম কবীর জানান, খবর পেয়ে তিনি সিভিল সার্জন,
উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছেন।