নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে সোমবার ইয়োভানোভিচ ও তার কোচিং দলকে ছাঁটাই করার কথা জানায় আরব আমিরাতের ফুটবল ফেডারেশন (ইউএই এফএ)।
২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এএফসি এশিয়া বাছাই সামনে রেখে গত ডিসেম্বরে ছয় মাসের চুক্তিতে ইয়োভানোভিচকে নিয়োগ দিয়েছিল আরব আমিরাত। কিন্তু আগামী জুন পর্যন্ত সব আন্তর্জাতিক ম্যাচ স্থগিত করে দিয়েছে ফিফা।
ক্লাব ফুটবলে বেশ সফল এই কোচকে ছাঁটাইয়ের কারণ তাই বেশ পরিষ্কার। নিজেকে প্রমাণের কোনো সুযোগই পেলেন না সাইপ্রাসের ক্লাব আপোয়েল নিকোসিয়ার হয়ে চারটি লিগ শিরোপা জেতা ও দলটিকে ২০১২ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে নেওয়া এই কোচ।
বিশ্বকাপ বাছাইয়ে চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আরব আমিরাত। পাঁচ দলের গ্রুপে তাদের উপরে রয়েছে ভিয়েতনাম, মালয়েশিয়া ও থাইল্যান্ড।