সিরাজগঞ্জের শাহজাদপুরের হতদরিদ্রদের মাঝে রোববার নিত্যপ্রয়োজনীয় পণ্য ও নগদ অর্থ বিতরণ করেন এ চিত্রনায়িকা।
তিনি বলেন, “প্রায় ৫০০ পরিবারকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। অনেক সময় দেখা যায়, মানুষকে কিছু দিতে গেলে অনেকে কাড়াকাড়ি করে। কিন্তু এখানকার মানুষগুলো খুব ভালো, সুন্দরভাবে সবকিছু সম্পন্ন হয়েছে।”
সমাজের বিত্তবানদের নিজের সামর্থ্যের মধ্যে আশেপাশের হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ‘মোস্ট ওয়েলকাম’ খ্যাত এ চিত্রনায়িকা।
ছবি: ফেইসবুক থেকে নেওয়া।
এর আগে স্বামী ও চিত্রনায়ক অনন্ত জলিলের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন বর্ষা। অসহায় চলচ্চিত্রশিল্পীদেরও মাঝেও ত্রাণ নিয়ে হাজির হয়েছেন তারা।
২০১০ সালে অনন্ত জলিলের বিপরীতে ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মধ্যে দিয়ে অভিষেক ঘটে বর্ষার; পরের বছর বড়পর্দার এ জুটি বিয়ে-বন্ধনে আবদ্ধ হয়ে সংসার শুরু করেন। তাদের ঘরে আরিজ ও আবরার নামে দুই ছেলে রয়েছে।
এবার আসছে ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ জুটির চলচ্চিত্র ‘দিন দ্য ডে’।