ক্যাটাগরি

পঞ্চগড়ে ১টার পর দোকান বন্ধের ঘোষণা

সোমবার
জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা
প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে জেলা শহরসহ পাঁচ
উপজেলার সব হাট-বাজার ও দোকান-পাট বেলা ১টার মধ্যেই বন্ধ করে দিতে হবে।

“এ
সময়ে লোকজন সামাজিক দূরত্ব বজিয়ে রেখে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে
পারবেন।

“জরুরি
সেবা হিসেবে অন্য সময়ে শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকবে।”

সিদ্ধান্ত
অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।