সোমবার বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের চিকিৎসকরা প্রতিবাদে নামে বলে সিএনএন জানিয়েছে।
রোববার কোয়েটায় ১৩ জন চিকিৎসকের নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পিপিই সঙ্কট নিয়ে প্রতিবাদের এ ঘটানটি ঘটে।
প্রতিবাদস্থল থেকে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে সিএনএনকে নিশ্চিত করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজ্জাক চীমা।
এই গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানের ইয়ং ডক্টরস অ্যাসোসিয়েশন (ওয়াইডিএ) বেলুচিস্তানজুড়ে তাৎক্ষণিকভাবে সব ধরনের চিকিৎসা সেবা বর্জন করার ঘোষণা দিয়েছে।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ পাকিস্তানে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা তিন হাজার ৫২০ জন, মৃতের সংখ্যা ৫২ জন ও সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৫৭ জন ছিল বলে জানিয়েছে ডন অনলাইন।