সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে
সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় সেলুন, ইলেকট্রনিক্স পণ্য সামগ্রীর দোকান, স্টেশনারি দোকান
খোলা রাখার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া প্রয়োজন ছাড়া ঘোরাঘুরি করা ও লাইসেন্স ছাড়া যানবাহন নিয়ে সড়কে বের
হওয়ার অভিযোগেও জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, অভিযানে ৭৩ জনের বিরুদ্ধ মামলা করে মোট এক লাখ ৫১ হাজার ছয়শ টাকা জরিমানা
করা হয়েছে।
“এছাড়া আকবর শাহ এলাকায় দুইজন যুক্তরাজ্য ফেরত ব্যক্তির হোম কোয়ারেন্টিন
এবং হালিশহরে ওএমএস এর নিত্য পণ্য বিক্রিতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত
করা হয়।”
নগরীর চান্দগাঁও, বাকলিয়া, পাঁচলাইশ, খুলশী, চকবাজার, বায়েজিদ, কোতোয়ালি,
সদরঘাট, বন্দর, ডবলমুরিং, ইপিজেড, আকবর শাহ, হালিশহর, পাহাড়তলি এলাকায় এসব অভিযান পরিচালিত
হয়।
সংক্রমণ স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে সচেতন করার জন্য নগরীতে মাইকিং
করা হচ্ছে বলেও তৌহিদুল ইসলাম জানান।