মঙ্গলবার সকালে ৬০ বছর
বয়সী ওই নারী
উপজেলার দেবীপুর গ্রামে বাড়িতে মারা যান।
রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান বলেন,
“ওই নারী
সাতদিন আগে তার নাতির সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন।
পরে তিনি জ্বর, সর্দি ও
কাশিতে আক্রান্ত হলে
তথ্য গোপন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সকালে বাড়িতে মারা যান।
ওই নরীর মৃত্যুর
পর প্রশাসনের সহযোগিতায় তার
বাড়ি লকডাউন এবং
তার নাতিকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে বলে জানন তিনি।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন,
ওই নরীর সংস্পর্শে যারা ছিলেন তাদের সবার নমুনা
সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।