মঙ্গলবার বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তারা ফিরেছেন বলে
ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব জানিয়েছেন।
ওসি বলেন, এদের মধ্যে ৪৪ জনের হাতে কোয়ারেন্টিন সিল মারার পর বাড়ি
না পাঠিয়ে বেনাপোল বাসস্ট্যান্ডের কমিউনিটি সেন্টার ‘পৌর বিয়ে বাড়িতে’ ১৪ দিনের
‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে’ রাখা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান
বলেন, মঙ্গলবার ভারত থেকে ফেরা ৪৮ জনের মধ্যে কারো শরীরের তাপমাত্রা স্বাভাবিকের
চেয়ে বেশি না হওয়ায় তাদেরকে বাসায় না পাঠিয়ে ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে’ পাঠানো
হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ভারত
থেকে ফিরে আসা ৪৮ জন বাংলাদেশির মধ্যে ৪৪ জনকে বেনাপোলের কমিউনিটি সেন্টার ‘পৌর
বিয়ে বাড়িতে’ ১৪ দিনের ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে’ রাখা হয়েছে।
“বাকিদের মধ্যে দুই জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুই
জন ডিপ্লোমেটিক পাসপোর্টধারীকে ১৪ দিনের ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার পরামর্শ দিয়ে
ছেড়ে দেওয়া হয়েছে।”