এছাড়া আইসোলেশনে থাকা আরও আটজনের পরীক্ষা হয়েছে। তারাও করোনাভাইরাস থেকে মুক্ত
আছেন।
জেলার করোনাভাইরাস কন্ট্রোল রুমে দায়িত্বপ্রাপ্ত মাগুরা সদর হাসাপাতালের চিকিৎসক আরিফুর রহমান বলেন, সোমবার পর্যন্ত মাগুরার চার উপজেলা থেকে করোনাভাইরাসের উপসর্গ থাকা ১৪ জন
ও মৃত একজনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়।
“তাদের মধ্যে প্রথম পর্যায়ে পাঠানো আটজনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে থাকা অবস্থায় মৃত ব্যক্তিও করোনাভাইরাস থেকে মুক্ত ছিলেন।”
অন্য ছয়জনের পরীক্ষার প্রতিবেদন এখনও তারা হাতে পাননি বলে তিনি জানান।
এছাড়া আইসোলেশনে থাকা এক ব্যাংকারসহ একই পরিবারের তিনজনের নমুনা মঙ্গলবার পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলেও তিনি জানান।