ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল

মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে আছে। ইতালি এবং স্পেনের পরই এর অবস্থান।

ইতালিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫২৩ জনের এবং স্পেনে ১৩ হাজার ৫৫ জনের। আর যুক্তরাষ্ট্রে ১০ হাজার ২১৭ জন। এর মধ্যে ৪ হাজার ৭৫৮ জনেরই মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে।

হোয়াইট হাউজের চিকিৎসা বিশেষজ্ঞ ধারণা প্রকাশ করে বলেছেন, এ মহামারীতে যুক্তরাষ্ট্রে ১ লাখ থেকে ২ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। মানুষজনকে ঘরে রাখার পদক্ষেপ নেওয়া পরও এ মৃত্যুমিছিল এড়ানো সম্ভব হবে না বলেই মত তার।

যুক্তরাষ্ট্রজুড়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যার হিসাব রাখছে ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন’।

সোমবারের সর্বশেষ হিসাবে লুইজিয়ানায় করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীর সংখ্যা ৩৮ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে এবিসি নিউজ এবং লুইজিয়ানার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিন রাজ্যটিতে ৫১২ জন করোনাভাইরাস রোগী পাওয়া গেছে এবং ১৪ হাজার ৮৬৭ জনের করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে।

পেনসিলভানিয়া রাজ্যের কর্মকর্তারা প্রায় ১৩ হাজার কোভিড-১৯ আক্রান্ত পাওয়ার কথা জানিয়েছেন। রাজ্যটির স্বাস্থ্য বিভাগের হিসাবে ১২ হাজার ৯৮০ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

ফ্লোরিডায় সোমবার ১৩ হাজার ৩২৪ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ১ হাজার ৫৯২ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ।