সোমবার দুপুর
দুইটার দিকে এ হাসপাতালের ১৪ নাম্বার ওয়ার্ডের মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায়
মারা যান তিনি।
গত রোববার সেখানে
ঈশ্বরগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রামের এ বাসিন্দাকে ভর্তি করা হয়েছিলেন।
ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার বলেন, মারা যাওয়ার
পর করোনাভাইরাস শনাক্তের জন্য মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে কলেজের
পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
পরীক্ষার পর
নিশ্চিত হওয়া যাবে তিনি এ ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা বলেও জানান তিনি।
ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর মেডিসিন ইউনিট-২ এর প্রধান ডা. খোরশেদ আলম জানান,
পরিবারের সদস্যরা তার ‘জ্বরের বিষয়টি লুকিয়ে শুধু শ্বাসকষ্টের কথা বলে হাসপাতালে
ভর্তি করেন।’
এ বিষয়ে
জেলা সিভিল সার্জন ডা. একেএম মসিউল আলম বলেন, “ওই এলাকা লকডাউন করা হয়নি, তবে মৃতের
বাড়িসহ আশপাশের মানুষকে সতর্ক থাকার জন্য ঈশ্বরগঞ্জের স্থানীয় প্রশাসনকে অনুরোধ
করা হয়েছে।
নমুনার
রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।