জনসন হাসপাতালে থাকায় আপাতত তার ডেপুটি হিসাবে কাজ করছেন ডোমিনিক র্যাব।
আইসিইউ-তে জনসনের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি ভেন্টিলেটর বা অন্য কোনো সহায়তা ছাড়াই শ্বাস নিতে পারছেন বলে জানিয়েছেন র্যাব।
মঙ্গলবার এক প্রেস কনফরেন্সে তিনি বলেন, “তিনি (জনসন)কেবল আমাদের প্রধানমন্ত্রী নন কিংবা বসই নন,তিনি আমাদের সহকর্মী এবং বন্ধুও।”
“আমদের সবার প্রার্থনা রয়েছে প্রধানমন্ত্রী ও তার গোটা পরিবারের জন্য। আমার বিশ্বাস তিনি তাড়াতাড়ি সেরে উঠবেন। প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি একটি জিনিস জানি, আর তা হচ্ছে তিনি একজন যোদ্ধা।”
“এই সময়ে আমাদের হাতে যে কাজ আছে তা থেকে আমরা বিচ্যুত হব না এবং বিচলিতও হব না বলে আমি প্রধানমন্ত্রী এবং জনগণকে আশ্বস্ত করছি।”