মঙ্গলবার পৌর শহরের নিরালা মোড়ে পথচারীদের লাঠিপেটা করতে দেখা গেছে পৌরসভার লোকজনকে।
এ সময় টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি খান আহমেদ শুভ, পৌরসভার প্যালেন মেয়র সাইফুজ্জামান সোহেল, কাউন্সিলর আমিনুর রহমান আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌর কর্তৃপক্ষ সতেচনতামূলক প্রচার চালায়।
এ ব্যাপারে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিন বলেন, “কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং জনস্বার্থে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছি।”
তিনি বলেন, “মানুষকে সচেতন করার জন্য নিয়মিত মাইকিং করেছি। কিন্তু তারপরও মানুষ রাস্তাঘাটে, বাজারে ভিড় করে। তাই একটু ভয়ভীতি দেখিয়েছি মাত্র।”
এ ব্যাপারে টাঙ্গাইলের এসপি সঞ্জিত কুমার রায় বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে বার বার অনুরোধ করা হচ্ছে। তারপরও মানুষ তা কানে তুলছে না।
তবে কাউকে লাঠিপেটা করা আইনসঙ্গত নয় বলে তিনি মন্তব্য করেন।