মঙ্গলবার
ঢাকা থেকে এসব সরঞ্জাম এসে পৌঁছায় বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম
কুমার নাথ।
তিনি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ
দেয়া ১০টি ভেন্টিলেটর, ১০টি আইসিইউ বেড, ১০টি মনিটরসহ অন্যান্য সরঞ্জাম এসে
পৌঁছেছে। এখন অক্সিজেন সাপোর্টসহ অন্যান্য সরঞ্জাম দিয়ে এসব লাগাতে হবে, চিকিৎসকও
প্রয়োজন।”
দ্রুত
জেনারেল হাসপাতালে আইসিইউ সেবা শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন অসীম কুমার নাথ।
এর
আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জেনারেল হাসপাতালের জন্য ভেন্টিলেটরসহ পাঁচটি
আইসিইউ বেড বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে বরাদ্দ বাড়িয়ে ১০টি করা হয়।
করোনাভাইরাসে
আক্রান্তদের চিকিৎসার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে নির্ধারিত করে আইসোলেশন
ওয়ার্ড তৈরি করা হয়।
বর্তমানে
হাসপাতলের আইসোলেশন ওয়ার্ডে ছয়জন রোগী আছেন। যাদের মধ্যে দুইজন করোনাভাইরাস পজিটিভ
আছেন।