ক্যাটাগরি

সিঙ্গাইর থেকে জ্বর-কাশি নিয়ে চাঁপাইনবাবগঞ্জে ফিরে মৃত্যু

৪৬ বছর বয়সী এই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর
উপজেলার পূর্বসাহেব গ্রামের বাসিন্দা। তিনি মনিকগঞ্জের সিঙ্গাইরে কৃষিশ্রমিকের কাজ
করতেন।

সিঙ্গাইরে তাবলিগ জামাতের এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত
হওয়ার পর শনিবার রাতে সিঙ্গাইর পৌরসভা লক ডাউন ঘোষণা করে প্রশাসন। এছাড়া সিংগাইর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী স্বাস্থ্যকর্মীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী বলেন, ৪৬
বছর বয়সী এই কৃষিশ্রমিক ও তার এলাকার এক সঙ্গী সোমবার সিঙ্গাইর থেকে গ্রামের বাড়ি আসেন।

“তার করোনাভাইরাসের উপসর্গ অর্থাৎ জ্বর, সর্দি-কাশি ও
শ্বাসকষ্ট ছিল। বাড়ি ফেরার পর সোমবার রাতেই তিনি মারা যান।”

ওই কৃষকের সঙ্গীর নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান সিভিল সার্জন।

তিনি বলেন, তারা দুইজনই করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে
এলাকাটি লক ডাউনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। মৃত ব্যক্তি দাফনসহ সামগ্রিক
বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।