ক্যাটাগরি

কর্মকর্তা আক্রান্তের পর অগ্রণী ব্যাংকের শাখা অবরুদ্ধ

বুধবার সকাল থেকে শাখাটি ‘লকডাউনে’ বলে জানিয়েছেন
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই
শাখার সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।”

ওই শাখায় আপাতত সব কাজও বন্ধ রাখা হয়েছে।

ব্যাংকটির এমডি শামস বলেন, “আ ব্রাঞ্চটা যেহেতু
বন্ধ হয়ে গেছে সে কারণে এই ব্রাঞ্চের কিছু কার্যক্রম আমিন কোর্ট শাখা থেকে পরিচালনা
করা হবে।”

মতিঝিলের অগ্রণী ব্যাংক ভবনের নিচতলার পুরোটা
জুড়ে প্রিন্সিপাল শাখা। তবে মূল কার্যালয়ের প্রবেশপথ আলাদা।