বার্সেলোনা, পিএসজি ও এসি মিলানের সাবেক মিডফিল্ডার রোনালদিনিয়ো ও তার ভাই রবের্তো
আসিস গত ৬ মার্চ জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে ঢোকার অভিযোগে গ্রেপ্তার হন।
রোনালদিনিয়ো ও তার ভাই ৩২ দিন জেলে থাকার পর মঙ্গলবার জামিন পান। জামিন নিতে তাদের
দিতে হয়েছে ৮ লাখ ডলার করে।
এক ভিডিও বার্তায়
জামিনের কথা জানিয়ে বিচারক গুস্তাভো আমারিয়া রোনালদিনিয়োদের আসুনসিওনের চার-তারকা
হোটেল পালমারোগায় যাওয়ার অনুমতি দেন। সেখানে তাদের সঙ্গে দেখা করতে পারবেন
অতিথিরা।
অপরিশোধিত কর এবং
ব্রাজিলে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে হওয়া জরিমানা না দেওয়ায় ২০১৯ সালের জুলাইয়ে
রোনালদিনিয়োর ব্রাজিলিয়ান ও স্প্যানিশ পাসপোর্ট জব্দ করার কথা জানা গিয়েছিল।
৩৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবল তারকা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি চ্যারিটিতে ও
একটি বইয়ের প্রচারণায় অংশ নিতে প্যারাগুয়ে গিয়েছিলেন।
২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা এ সুপারস্টারের মোট সম্পদের পরিমাণ ৮ থেকে
১০ কোটি পাউন্ড বলে অনুমান করা হয়।