ক্যাটাগরি

ভাটারায় ১৪ ভাঙ্গারির দোকান ভস্মীভূত

মঙ্গলবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানান হয়।

নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাটারার হাসেরটেক বালুর মাঠে ভাঙ্গারির একটি দোকানে রাত দেড়টার দিকে আগুন লাগে। পরে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

মশার কয়েল থেকে লাগা
ওই আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে বলে জানান এরশাদ।

তিনি বলেন, ফায়ার সার্ভিস
কর্মীরা পৌন ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে প্রায় ৫লাখ টাকার মালামাল
পুড়ে গেছে, তবে কেউ হতাহত হননি।