বুধবার সকালে শিক্ষা উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী নাজিউর রহমান সিকদার
অনিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়।
‘জরুরি সেবার’ জন্য একটি মোবাইল নম্বর (০১৩১৮৩২৬০১৬) দেওয়া হয়েছে। ওই নম্বরে
ফোন করলে খাদ্য সামগ্রী বাসায় পৌঁছে দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মহানগরীর মধ্যবিত্ত পরিবারগুলোর সমস্যার
কথা বিবেচনা করে জরুরি সেবার এই নম্বর চালু করেছেন শিক্ষা উপমন্ত্রী।
“করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জনসমাগম
নিরুৎসাহিত করাতে ব্যবসা-বাণিজ্যসহ অর্থ উপার্জনকারী প্রতিষ্ঠানগুলো প্রায় অনেকটা স্থবির।
অগোচরে সমাজের অনেক মধ্যবিত্ত পরিবার কষ্টে ভুগলেও পারিবারিক ও সামাজিক মান সম্মানের
বিষয়টি চিন্তা করে তারা সাহায্য নিতে দ্বিধা করেন। তাদের আত্মসম্মানবোধের কথা বিবেচনায়
নিয়ে মধ্যবিত্ত পরিবারের জন্য এ জরুরি সেবা।”
এই সেবা গ্রহণকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।