ক্যাটাগরি

চট্টগ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরি মেরে হত্যা

বুধবার ভোর রাতে হালিশহর থানাধীন রামপুরা বড়পুকুর পাড় এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে ওই ব্যক্তিকে খুন করা হয় বলে ওসি রফিকুল ইসলাম জানান।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিহত মো. জামাল (৩৬) রামপুরা এলাকার আমীর আহমেদের ছেলে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, জামালের সঙ্গে তার চাচাতো ভাই দুলাল, রাজীব ও শিপনের বিরোধ ছিল।

“ওই তিনজন ও তাদের সহযোগীরা গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে জামালকে ছুরিকাঘাত করে।”

রক্তাক্ত জামালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইকবাল ও ইসমাইল নামে জামালের দুই আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি ।