ক্যাটাগরি

চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের টেলিমেডিসিন সেবা

‘পালস
ক্লিনিক্যাল ল্যবরেটরি’ নামে প্রতিষ্ঠানের সহযোগিতায় এ টেলিমেডিসিন সেবা চালু করা
হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মোহাম্মদ মহসিন। 

তিনি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কোতোয়ালি থানাবাসীর পাশাপাশি যে কেউ
০১৮৭০৭০০৭০০ নম্বরে ফোন করে যে কোনো ধরনের স্বাস্থ্যসেবা নিতে পারবেন। 

তিনি
বলেন, “অনেক চিকিৎসকের চেম্বার বন্ধ থাকায় অনেকে ডাক্তারের সাথে যোগাযোগ কিংবা
চিকিৎসা সেবা নিতে পারছেন না। আবার অনেকের মনে আতঙ্ক বিরাজ করছে। জনগণকে এসব থেকে
মুক্ত রাখতে এই টেলিমেডিসিন সেবা চালু করেছি।”


সেবার সাথে যুক্ত পালস ক্লিনিক্যাল ল্যাবের ব্যাবস্থাপনা পরিচালক ডা. সজীব
তালুকদার জানান, সোমবার বিকাল থেকে শুরু হওয়া এ টেলিমেডিসিন সেবা কার্যক্রমে
ব্যাপক সাড়া পাচ্ছেন। 

তবে
বেশিরভাগ মানুষ আতঙ্কে ফোন করছেন জানিয়ে তিনি বলেন, “এ সময়ে আবহাওয়াজনিত
কারণে মানুষের শরীরের তাপমাত্রা পরিবর্তন হয়। এতে করে জ্বর, সর্দি হওয়া স্বাভাবিক।
এতে মানুষ অতঙ্কিত হয়ে পড়ছেন। আমরা তাদের আতঙ্কিত না হয়ে স্বাভাবিক থাকারও পরামর্শ
দিচ্ছি। “

ওসি
মহসিন জানান, প্রাথমিক পর্যায়ে নয়জন চিকিৎসক এই টেলিমেডিসিন সেবা দেওয়ার সাথে
সম্পৃক্ত রয়েছেন।

টেলিমেডিসিন
সেবার কলসেন্টারটি কোতোয়ালী থানা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কারা ফোন করছে কোন
চিকিৎসক কথা বলছেন সেগুলো সব থানায় রেকর্ড হচ্ছে।