মঙ্গলবার নতুন আক্রান্তদের মধ্যে অভিবাসী শ্রমিকদের ডরমিটরিগুলোতে আক্রান্ত হয়েছেন ৩৯ জন। ডরমিটরির বাইরের ক্লাস্টারগুলোতে আক্রান্ত হয়েছেন ২৩ জন।
বিদেশ ভ্রমণ করেছেন এমন তিন জন সংক্রমিত হয়েছেন। আর ৪১ জনের ক্ষেত্রে এমন কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তারা আক্রান্ত কারো সংস্পর্শে এসেছিলেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে।
সিঙ্গাপুরে লাখো বিদেশি শ্রমিক বিভিন্ন কাজ করছেন। বদ্ধ ঘরে গাদাগাদি করে বাস করা এই শ্রমিকদের বেশ কিছু ডরমেটরিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় প্রায় ২০ হাজার শ্রমিককে ১৪ দিন কোয়ারেন্টিনে রেখেছে সরকার।
অভিবাসী শ্রমিকদের এমনই একটি ডরমিটরিতে মঙ্গলবার ১০ জন নতুন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ জনে। আরেক ডরমিটরিতে আক্রান্ত হয়েছেন আরো ৫ জন। সেখানে এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩৪ জনে।
তৃতীয় আরেকটি ডরমিটরিতে আরো ৪ জন আক্রান্ত নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। তবে এদিন সবচেয়ে বেশি ১২ জন শ্রমিক আক্রান্ত হয়েছেন সুঙ্গেই তেঙ্গা লজ ডরমিটরিতে। অন্যান্য আরো তিনটি ডরমিটরিতে নতুন আক্রান্ত হয়েছেন ১ থেকে ৮ জন।
ডরমিটরির বাইরে নতুন আক্রান্তদের মধ্যে একটি বৃদ্ধনিবাসের তিন নারী এবং সরকারি স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। তাছাড়া, ৩৩ জন কোভিড-১৯ রোগী মঙ্গলবার সুস্থও হয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবে, সিঙ্গাপুরে মোট আক্রান্ত ১ হাজার ৪৮১ জনের মধ্যে এ পর্যন্ত ৩৭৭ জন পুরোপুরি সেরে উঠেছেন। এখনো হাসপাতালে থাকা ৬২৭ জনের মধ্যে অনেকের অবস্থাই স্থিতিশীল রয়েছে বা উন্নতি হচ্ছে। আর ২৯ জন সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন।