৩২ বছর বয়সী ওই বাবুর্চির বাড়ি উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি এলাকায়।
গত
তিনদিন
আগে
ওই ব্যক্তি ভুনবীর ইউনিয়নের পালপাড়ায় তার শ্বশুর
বাড়িতে
বেড়াতে
যায়
বলে
জানান
ভুনবীর
ইউনিয়নের
৩
নম্বর ওয়ার্ডের সদস্য ওয়াহিদ মিয়া।
গ্রাম্য
চিকিৎসক
ডা. নারায়ণ আচার্য্য বলেন, তিনদিন আগে ওই ব্যক্তি তার তাকে চিকিৎসা নিতে যায়। পরে তিনি তাকে দেখে অনুমান করেন যে হার্টের সমস্যা, তাই তাকে একটি স্প্রে ব্যবহারের নিদের্শ দেন।
এ
ব্যাপারে
শ্রীমঙ্গল
উপজেলা
স্বাস্থ্য
ও
পরিবার
পরিকল্পনা
কর্মকর্তা
ডা. মো. সাজ্জাত আহমদ চৌধুরী বলেন, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। শ্বশুরবাড়িসহ
আশেপাশের
কয়েকবাড়ির
মানুষকে
হোম
কোয়ারেন্টিনে থাকার
জন্য
বলেছেন।