ক্যাটাগরি

রিয়ালের খেলোয়াড়রাও বেতন কম নিতে রাজি

বেতন কাটার প্রকৃত পরিমাণটা নির্ধারণ হবে ২০১৯-২০ মৌসুম কীভাবে শেষ হবে তার ওপর। ক্লাব ডিরেক্টরস ও তাদের বাস্কেটবল দলও বেতন কম নিতে রাজি হয়েছে বলে বুধবার এক বিবৃতিতে জানায় রিয়াল।

এরই মধ্যে সঙ্কটকালীন সময়ে ৭০ শতাংশ বেতন কম নিতে রাজি হয়েছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়রা। বুন্ডেসলিগার ক্লাব বায়ার লেভারকুসেন, বরুসিয়া মনশেনগ্লাডবাখ, শালকে-০৪, হফেনহাইমের কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে। একই সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন ইউভেন্তুসও।