ক্যাটাগরি

গোপালগঞ্জে দম্পতি করোনাভাইরাসে আক্রান্ত, ৬ বাড়ি অবরুদ্ধ

বৃহস্পতিবর এ তথ্য নিশ্চিত করে গোপালগঞ্জের সিভিল
সার্জন ডা. নিয়াজ
মোহাম্মদ জানান,
আক্রান্তদের মধ্যে পুরুষের বয়স ২১ ও তার স্ত্রীর বয়স ২০ বছর। তাদের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের
গিমাডাঙ্গা মুন্সিরচর গ্রামে

টুঙ্গিপাড়া
উপজেলা
স্বাস্থ্য

পরিবার
পরিকল্পনা
কর্মকর্তা
ডা. মো.
জসিম
উদ্দিন
বলেন,
“আক্রান্ত ওই যুবক
ঢাকার
গেণ্ডারিয়ায়
বেসরকারি
প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি
গত
২৮মার্চ
স্ত্রীকে
নিয়ে
মাদারীপুর
জেলার
শিবচরের
পাচ্চর
গ্রামে
শ্বশুরবাড়ি
বেড়াতে
যান।
সেখান
থেকে

এপ্রিল
অসুস্থ
অবস্থায়
স্ত্রীসহ
নিজ বাড়িতে ফিরে আসেন।

“পরে তার
অসুস্থার
বিষযটি স্থানীয়রা থানায়
জানায়।
দুইদিন
পর ওই দম্পতির নমুনা সংগ্রহ করে
আইইডিসিআরে
পাঠানো হয়।
রিপোর্ট
পাওয়ার
পর স্বামী-স্ত্রী দুইজনই
করোনাভাইরাসে
আক্রান্ত বলে জানা যায়।”


ঘটনার
পর
আক্রান্ত
দম্পতির বাড়িসহ আশপাশের
ছয়টি বাড়ি
লকডাউন
করে লালপতাকা
টানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সেখানে মাইকিং
করে
স্থানীয়দের
সতর্কও
করা
হয়েছে
বলে জানান তিনি।