ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ফাইল ছবি
দেশে করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পক্ষ থেকে জানানো হয়- গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটায় দেশে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা ৩৩০ জনে দাঁড়িয়েছে।
এর আগেদিন বুধবার সারাদেশে করোনা ভাইরাসে ৫৪ জন আক্রান্ত হয়েছিল। তার আগের মঙ্গলবার ৪১ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছিল। তার আগের দিন সোমবার সারাদেশে আক্রান্ত হয়েছিল ৩৫ জন ।
আরো পড়ুন : দেশে করোনায় মৃত্যু বেড়ে ২১, নতুন আক্রান্ত ১১২
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে; যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা। মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশ।
ইত্তেফাক/ইউবি