ক্যাটাগরি

কোভিড-১৯ সৃষ্ট পরিস্থিতিতে আইনী সেবার হেল্পলাইন চালু

কোভিড-১৯ সৃষ্ট পরিস্থিতিতে বিনামূল্যে জরুরি আইনী পরামর্শ ও সহায়তার জন্য হেল্পলাইন নম্বর ১৬৪৩০ চালু হয়েছে।

তথ্য মন্ত্রণালয় থেকে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ সংস্থা ইউএনডিপির সহায়তায় আইন মন্ত্রণালয়ের অধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা থেকে এ সেবা দেয়া হচ্ছে।

আরো পড়ুন : স্কুটিতে ১৪শ কিলোমিটার পাড়ি দিয়ে ছেলেকে উদ্ধার করলেন মা

এদিকে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭ জনে পৌঁছালো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯৪ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা গেছে। এর মধ্যে পুরুষ ৬৯ জন ও মহিলা ২৫ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৪

ইত্তেফাক/ইউবি