ক্যাটাগরি

বাংলাদেশ ছাড়লেন ১২৩ জার্মান

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল
কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল বলেন, “বাংলাদেশে অবস্থানরত ১২৩ জন
জার্মান নাগরিক শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনেটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
থেকে একটি ফ্লাইটে নিজেদের দেশে রওনা হয়েছেন।”

এর আগে গত সোমবার ১৭৮ জন রুশ নাগরিক ঢাকা ছাড়েন।
গেল সপ্তাহে জাপান দূতাবাসের চার্টার করা ফ্লাইটে দেশে ফেরেন দেশটির ৩২৫ জন নাগরিক।
আর দুই দফায় ৫৯১ জন মার্কিন নাগরিকও ঢাকা ছেড়েছেন।

এছাড়া সপ্তানখানেক আগে মালয়েশিয়া থেকে আসা একটি
উড়োজাহাজে সে দেশের ২২৫ জন ও ভুটান সরকারের ব্যবস্থাপনায় একইভাবে তাদের ১৩৯ জন
নাগরিক ফিরে যান।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে
যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ।

এরপর ২১ মার্চ থেকে ভারত, সৌদি আরব, কাতার,
বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুরের সঙ্গে
বিমান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার।

ওই ঘোষণার সঙ্গে সঙ্গে দেশগুলোর সঙ্গে বিমান বাংলাদেশ
এয়ারলাইন্সের ফ্লাইটও বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে ৩১ মার্চ পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার
ঘোষণা দেওয়া হলে ওপরে তা ৭ এপ্রিল পর‌্যন্ত বাড়ানো হয়; এর পরে তা ১৪ এপ্রিল করা হয়।