ক্যাটাগরি

বেতনসহ তিন মাসের ছুটি দিচ্ছে মাইক্রোসফট

স্কুল বন্ধ থাকায় এখন বাড়িতেই পড়াশোনা সারছে শিশুরা। অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। আর শিশুদের এই অনলাইন ক্লাসের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাবা-মা।

শিশুদের পড়াশোনায় সহায়তা করতে তাই কর্মীদের জন্য ‘পেইড প্যারেন্টাল লিভের’ ব্যবস্থা করেছে উইন্ডোজ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। ছুটির জন্য বিকল্পও দেওয়া হয়েছে– কর্মীরা চাইলে একটানা ১২ সপ্তাহ ছুটি নিতে পারবেন বা সপ্তাহে কয়েকদিন করে ছুটি নিতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস।

মাইক্রোসফট এই উদ্যোগকে বলছে, “১২-উইক পেইড প্যানডেমিক স্কুল অ্যান্ড চাইল্ডকেয়ার ক্লোজার লিভ”। এই উদ্যোগের লক্ষ্য, “কর্মীদেরকে দারুণ সুযোগ করে দেওয়া এবং স্কুল বন্ধ থাকায় কিছুটা বিরতি দেওয়া।”

যথেষ্ট নগদ অর্থ মজুদ রয়েছে এমন বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কর্মীদেরকে সহায়তা করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

গত মাসেই ফেইসবুক বলেছে, ৪৫ হাজার কর্মীর প্রত্যেককে এক হাজার মার্কিন ডলার করে বোনাস দেওয়া হবে।

প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নথিতে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, ছয় মাসের পর্যালোচনায় প্রত্যেক কর্মী অন্তত তাদের পুরো বোনাস পাবেন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বেশিরভাগ রাষ্ট্র।